ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা; এটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়।
গুগলের তথ্য অনুযায়ী, সিলেট থেকে ১৩ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যের শিলচরে ভূমিকম্পের উৎপত্তি হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৬।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
এর আগে গত ৫ মে ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন