বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কেউ যদি মনে করে এ দেশকে আজীবন পরাধীন করে রাখবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করবে। সারাবিশ্বে যারা গণতন্ত্র ও বাক-স্বাধীনতায় বিশ্বাস করে তারা এ সরকারকে ধিক্কার জানায়। গোটা দেশকে আজ বন্দীশালায় পরিণত করেছে এ সরকার।
মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবীউল্লাহ নবী।
রিজভী আহমেদ বলেন, সরকার আবারও একতরফা নির্বাচনের চেষ্টা করছে। বিশ্বস্ত মনে করে সরকারি কর্মকর্তাদের প্রমোশন দিচ্ছে। নির্বাচনের আগে বিরোধীদলের নেতাকর্মীদের সাজা দিচ্ছে। সবকিছুই দেশবাসী ভালো করে জানে, এগুলো তারা কেন করছেন? তবে গদি যদি একবার নড়বড়ে হয়ে যায়, তখন কেউ ঠিক থাকে না। অদূর ভবিষ্যতে কোনো ছকই কাজে আসবে না।
মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেন, আমাদের আগামীকাল থেকে একদফা আন্দোলন শুরু হবে। বেগম জিয়ার মুক্তি এবং এই সরকারের পতনের জন্য আগামীকালকে আমরা মাঠে থাকবো। আগামীকাল থেকেই আমাদের পরীক্ষা শুরু হয়ে গেল। আমরা আর ঘরে ফিরে যেতে চাই না। এক দফার আন্দোলন করে সরকারের পতন ঘটিয়েই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, দলের আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, হাজী মনির হোসেন, প্রিন্সিপাল নজরুল ইসলাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা নেছারুল হক।
বিডি প্রতিদিন/আরাফাত