জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, বর্তমান বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। অতীতে বিভিন্ন সময়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের শিকার হলেও বর্তমানে এ অবস্থার উন্নতি হয়েছে। এখন আর এখানে সংখ্যালঘুদের কোনো নির্যাতন বা হয়রানি করা হয় না। দেশের সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে অনেক সোচ্চার। দেশের মানুষ এখন অনেক সহনশীল।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘দ্য সিচুয়েশন অব মাইনরিটি ইন বাংলাদেশ : ইস্যুজ অ্যান্ড আউটলুক’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে স্বাগত বক্তব্যে এ কথা বলেন তিনি।
ড. মিজানুর রহমান বলেন, বাংলাদেশে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষ সমমর্যাদার সঙ্গে বসবাস করছে। এখানে আমাদের ধর্ম, কৃষ্টি-কালচারের ভিন্নতা রয়েছে কিন্তু পারস্পরিক সম্পর্ক ও শ্রদ্ধাবোধের কোনো ভিন্নতা নেই। এখন সমাজের সব ক্ষেত্রে সব ধর্মের মানুষের যথাযথ অংশগ্রহণ রয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলকপের রিসার্চ কনসালটেন্ট আরেফিন মিজান। মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বাংলাদেশ বৌদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভ্যান থিরো সুনন্দ প্রিয়, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব ধ্রং। এতে ধন্যবাদ প্রস্তাব জ্ঞাপন করেন এলকপের নির্বাহী পরিচালক ব্যারিস্টার তাপস কান্তি বাউল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন