পরিবেশের ওপর শিক্ষার্থীদের সচেতনতা তৈরি করতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমটিবি ন্যাশনাল এনভায়রনমেন্টাল অলিম্পিয়াড-২০২৩’। এর আয়োজন করছে বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পর্যায়ের বিজয়ীকে নিয়ে এই অলিম্পিয়াডের চূড়ান্তপর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুলাই।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চূড়ান্তপর্বের আগে আগামী ২১ জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক পর্যায়ের অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের আগামী ১৯ জুলাইয়ের মধ্যে সোসাইটির দেওয়া লিংকে রেজিস্ট্রেশন করতে হবে।
সংবাদ সম্মেলনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম দেশে একটি জাতীয় এনভায়রনমেন্টাল রিসার্স ইনস্টিটিউট গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া তিনি বিসিএস ক্যাডারেও পরিবেশ স্নাতক অন্তর্ভূক্ত করার সুপারিশ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির নির্বাহী পরিচালক আবু জুবায়ের, পরিচালক শেখ আবু জাহিদ, নির্বাহী সদস্য আতিকুর রহমান মল্লিক, সুজিত রায়, চিফ অপারেটিং অফিসার মো. জিয়াউর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ