২৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:১৪

ভিসানীতির জন্য গাজীপুরের জাহাঙ্গীর আর হিরো আলম দায়ী : পাপিয়া

অনলাইন ডেস্ক

ভিসানীতির জন্য গাজীপুরের জাহাঙ্গীর আর হিরো আলম দায়ী : পাপিয়া

বিগত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এ ইস্যুতে চাঙ্গা এখন রাজনীতির মাঠও, টেলিভিশন টকশোতে চলছে পাল্টাপাল্টি আলোচনা। বিষয়টি নিয়ে কথা বললেন সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। দেশের একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেছেন, ‘গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং আলোচিত ইউটিউবার হিরো আলম ভিসা নীতির জন্য দায়ী’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এবার যখন জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন নির্বাচন করল, তখন ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রত্যেকটা দূতাবাসে জাহাঙ্গীর দৌড়াদৌড়ি করে বলছে যে, আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই। নিরপেক্ষ নির্বাচন হলে আমার মা জিতবে। সরকার নিয়ন্ত্রিত নির্বাচন হলে আমার মা জায়েদা জিতবে না।’

পাপিয়া আরও বলেন, ‘কয়েক দিন আগে ঢাকা ১৭ আসনে ভোট হলো। সেখানে যে নায়কটি দাঁড়াল (হিরো আলম)। সে যখন বলেছে, এই দেশে সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচনে আমি এমপি হবই। আমার এমপি কেউ ঠেকাতে পারবে না। এ সরকারের অধিনে নির্বাচন হবে না। সরকার তখন তাকে ডিবি অফিসে ধরে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলছে, তুই এখন আওয়ামী লীগে যোগ দিবি আর রিজভীর বিরুদ্ধে মামলা করবি। তাহলে তোকে এমপি করে দেব। এখন রিজভীর বিরুদ্ধে মামলা করল, আওয়ামী লীগে যোগ দিল, টুঙ্গিপাড়া পর্যন্ত গেল। এই ২০২৩ সালে ভিসানীতি যদি কেউ এনে থাকে তাহলে প্রথমত জাহাঙ্গীর, দ্বিতীয়ত হিরো আলম এবং তৃতীয়ত ডিআইজি দায়ি। কারণ এদেরকে দাতা দেশগুলো নিরপেক্ষ ধরেছে।’

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর