ডেঙ্গু থেকে বাঁচতে নিজেদের সতর্ক হতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের নানান দিক তুলে ধরতে আজ শুক্রবার বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
‘ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, এটি খুবই দুঃজনক’, মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের যতক্ষণ পর্যন্ত সুরক্ষিত না করবে, ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত হবে না। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে, নিজের চারদিকে পানি জমে থাকে, ময়লা ফেলে রাখে। নাগরিকের নিজেরও দায়িত্ব আছে। তবে আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে’।তিনি বলেন, ‘এখন মশারি না টানানো ফ্যাশন হয়ে গেছে। নিয়মিত মশারি টানাতে হবে। বাড়ি থেকে গেলে কমোডের ঢাকনা বন্ধ করে যেতে হবে। নিজেদের সচেতন করতে হবে। শুধু কমিটি করে দিলেই কাজ হবে না’।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ