মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি।
শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটি ও ক্লাবের সিনিয়র সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।
জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক আশরাফ আলী, কার্যনির্বাহী সদস্য ফরিদ হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দ্বীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সিনিয়র সদস্য সুভাষ চন্দ্র বাদল, মধুসূদন মন্ডল, মফিজুর রহমান খান বাবুসহ সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ