কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা মহানগর ও জেলার অন্তর্গত বিভিন্ন থানায় হওয়া মামলায় গ্রেফতার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ গ্রেফতারদের পক্ষে জামিন আবেদন করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব আবেদনের শুনানি হচ্ছে।
এসব নেতাদের মধ্যে বিএনপি-জামায়াত-গণঅধিকার পরিষদসহ তাদের মিত্র দলগুলোর নেতাকর্মীরা রয়েছেন। এদিন সকালেই তাদের পক্ষে জামিন আবেদন করা হয়। দুপুর ১২টা নাগাদ বিভিন্ন আদালতে এসব মামলার শুনানি শুরু হয়।
আদালত সূত্রে জানা গেছে, কোটা আন্দোলন ঘিরে মামলাসমূহে যারা গ্রেফতার হয়েছেন তাদের পক্ষে করা জামিন আবেদনসমূহ মঞ্জুর করা হচ্ছে। আজকের মধ্যেই তারা বের হয়ে যাবেন।
বিডি প্রতিদিন/একেএ