সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠল অতীত ও ভবিষ্যতের এক অসাধারণ মিলনমেলা—বিদায় জানানো হলো দুই কিংবদন্তিকে, আর মঞ্চ দখলে নিলেন কিলিয়ান এমবাপ্পে।
রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমে শুরুর দিকে কিছুটা গতি হারালেও শেষদিকে দুর্দান্ত ছন্দে ফিরেছেন এমবাপ্পে। সোসিয়েদার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করে তিনি মৌসুম শেষ করলেন ৩১ গোল নিয়ে।
প্রথম গোলটি আসে ৩৮তম মিনিটে—নিজের নেওয়া পেনাল্টি প্রথমে ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বল জালে জড়ান এই ফরাসি ফরোয়ার্ড। দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ৮৩তম মিনিটে, বাঁ পায়ের নিখুঁত শটে।
তবে এই ম্যাচের মূল আবহ ছিল বিদায়ী আবেগ। ক্লাবের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ও অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ—দুজনই এই ম্যাচের মধ্য দিয়েই বললেন বিদায়।
ইতালিয়ান কোচ আনচেলত্তি ২৬ মে থেকে দায়িত্ব নিচ্ছেন ব্রাজিল জাতীয় দলের। রিয়ালে দুটি মেয়াদে তিনি জিতেছেন ১৫টি ট্রফি, যার মধ্যে রয়েছে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের গ্যালারিতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে উন্মোচিত হয় একটি বিশেষ ব্যানার।
অন্যদিকে, ৩৯ বছর বয়সী ক্রোয়াট মিডফিল্ডার মদ্রিচ এই গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপের পর রিয়াল ছাড়ার ঘোষণা দিয়েছেন। ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে যোগ দেওয়া মদ্রিচ ক্লাবটির হয়ে খেলেছেন এক যুগেরও বেশি সময়, জিতেছেন ২৮টি ট্রফি—এর মধ্যে ছয়টি চ্যাম্পিয়নস লিগ এবং চারটি লা লিগা।
ম্যাচের শেষ দিকে বদলি হয়ে বেরিয়ে যাওয়ার সময় সতীর্থ ও প্রতিপক্ষের দেওয়া ‘গার্ড অব অনার’-এর মাঝে হাঁটেন মোদ্রিচ। দর্শকদের করতালি, সতীর্থদের আলিঙ্গন আর পরিবারের শুভেচ্ছায় বিদায়ী মুহূর্তটি হয়ে ওঠে হৃদয়ছোঁয়া।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ