ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা-ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেসরকারি টেলিভিশন এবং রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এনবিএ)।
মঙ্গলবার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইস্ট ওয়েস্ট মিডিয়া অফিসে গতকাল সোমবার (১৯ আগস্ট) হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনবিএ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ অবস্থায় আমাদের সহকর্মীদের নিরাপত্তা নিয়ে আমরা খুবই চিন্তিত ও উদ্বিগ্ন।
বিবৃতিতে আরও বলা হয়, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের অন্য প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান, রেডিও ক্যাপিটাল এবং বাংলানিউজ অফিসেও হামলা-ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানাই। উক্ত গণমাধ্যমগুলোর উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে নিরাপদ পরিবেশ তৈরির আহ্বান জানাচ্ছি। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না। একই সাথে আমরা আমাদের সহকর্মীদের যেকোনো প্রয়োজনে পাশে আছি।
বিডি প্রতিদিন/আরাফাত