ঢাকার রাস্তায় প্রায় প্রতিদিনই নিজেদের দাবি নিয়ে বিভিন্ন পক্ষ সমাবেশ বা প্রতিবাদ করছে। এতে যেস জনগণের দুর্ভোগ না হয়, এর এবটি উপায় বের করবে কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টার সমন্বয়ে গঠিত কমিটি।
আজ বৃহস্পতিবার বিকালে উপদেষ্টাদের বৈঠক শেষে এ কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, ‘বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করছে। সে প্রতিবাদের কারণে জনগণের যাতে দুর্ভোগ না হয় সেটার একটা উপায় বের করবে স্বরাষ্ট্র উপদেষ্টার সমন্বয়ে গঠিত কমিটি।’
বন্যা পরিস্থিতি নিয়ে রিজওয়ানা হাসান বলেন, বন্যা নিয়ন্ত্রণে এবং সংকট সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে। কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায় এবং বন্যার কারণ নিয়ে আলোচনা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা মোকাবিলার সিদ্ধান্ত হয়েছে। ত্রাণ কাজে সমন্বয় করা হবে। উপদেষ্টাদের দপ্তরগুলোও সমন্বয় করবে।
তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা ফাউন্ডেশন গঠন চূড়ান্ত করা হয়েছে। সেই ফাউন্ডেশনের প্রধান হবেন প্রধান উপদেষ্টা।
যারা বিভিন্ন সময় গুম হয়েছে, তার কারণ এবং কারা দায়ী সেটা তদন্তে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ