৩১ অক্টোবর, ২০২৪ ০৮:২৮

শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচির আহ্বান হাসনাত আবদুল্লাহর

অনলাইন ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচির আহ্বান হাসনাত আবদুল্লাহর

হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের নির্যাতনের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী আয়োজন করার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষার্থীদের এ কর্মসূচির আহ্বান জানান হাসনাত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নির্যাতনের তথ্য সংগ্রহ করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বুথ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বুথ খোলা থাকবে।

ফেসবুক স্ট্যাটাসে হাসনাত বলেন, ‌‘১৫-১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী টিএসসিতে অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বুথ স্থাপন করা হয়েছে, যেখানে আগামী তিন দিন হামলাকারীদের তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হবে।’

যাদের কাছে হামলার সুনির্দিষ্ট প্রমাণ এবং চাক্ষুষ সাক্ষী রয়েছে বুথে এসে তাদের তথ্য দিতে আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। ফেসবুকে তিনি আরো বলেন, সবাই যার যার নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের নির্যাতনের ভিডিও ফুটেজ এবং স্টিল ছবির প্রদর্শনী আয়োজন করুন।

বিডি প্রতিনিধি/জুনাইদ  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর