চীনের ওয়েলবি ও বেইজিং হাইরুন বাংলাদেশে যৌথ বিনিয়োগ করবে। এ বিষয়ে রবিবার আগারগাঁওয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডা) প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সাথে বৈঠক করেছেন চীনা দুই কোম্পানি ও বাংলাদেশি ন্যামস্ লিমিটেড।
বৈঠকে ন্যামস্ এবং চীনের প্রতিষ্ঠানের যৌথভাবে বাংলাদেশে লিথিয়াম ব্যাটারি ও সোলার প্যানেল তৈরির কারখানা স্থাপন এবং স্যাটেলাইট কানেকশনের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এই বিনিয়োগ দেশের অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশের দূষণ কমানো এবং নতুন চাকরির ক্ষেত্র তৈরি করে বেকার সমস্যা সমাধানে অবদান রাখবে বলে আশা করেন বিনিয়োগে আগ্রহী কোম্পানিগুলো।
সভা শেষে ন্যামস্ মোটরস্ লিমিটেডের পক্ষে পরিচালক মেজর জেনা. এ কে এম আবদুর রহমান ওএসপি, এনডিসি, পিএসসি (অব.) বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের হাতে স্মারক স্বরূপ ক্রেস্ট তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যামস মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগে. জেনা. শফিকুজ্জামান (অব.), নুরউদ্দিন জাহাঙ্গীর, চিফ অপারেটিং অফিসার মোকাম্মেল হোসেন, সহকারী পরিচালক এবং চীনের প্রতিষ্ঠানের পক্ষ থেকে চেয়ারম্যান ওংটিক বেঞ্জামিন।
বিডি প্রতিদিন/এমআই