পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে চলতি ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট দেওয়া হবে।’
সোমবার পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘দেশের যেসব এলাকায় সড়ক বেহাল দশায় আছে ও চলাচলে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে সে সব বিষয় জানাতে স্থানীয় প্রশাসনকে চিঠি দেয়া হয়েছে।’
একনেক সভায় প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের তিন প্রকল্পসহ ১ হাজার ৯৭৪ কোটি টাকা ব্যয়ে ১০ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জকের বৈঠকে বাতিল করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, মৌলভীবাজার প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে বন্যপ্রাণীদের চলাচল এবং জীবনযাপনে বিরূপ প্রভাব পড়ত। এমন একটি প্রকল্প কীভাবে নেওয়া হলো তা আশ্চর্যের ব্যাপার।’
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘গ্যাস খাতকে অবহেলায় ফেলে রেখে এলএনজি আমদানিতে নজর দেওয়া হয়েছে। বাপেক্সকে শক্তিশালীকরণের পরিবর্তে দুর্বল রাখা হয়েছে। তবে গ্যাস অনুসন্ধান, উত্তোলনের ক্ষেত্রে সব নিয়মকানুন অনুসরণ করা হবে। আইনের বাইরে কোনোকিছুই করা হবে না।’
মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি এখনো সহনীয় পর্যায়ে নেমে আসছে না। এটা কমিয়ে আনতে হবে। রেমিট্যান্স বাড়ছে এটা খুব ভালো খবর আমাদের জন্য।’
বিডি প্রতিদিন/কেএ