অভিনয় জগৎ থেকে অনেক দিন ধনেই দূরে সরে আছেন মল্লিকা শেরাওয়াত। মাঝে কিছু বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। সম্প্রতি নতুন একটি কর্ম নিয়ে ব্যস্ত আছেন।
ভারতে সাম্প্রতিক সময়ে সমাজকে নাড়া দেওয়ার মতো বেশ কিছু নেতিবাচক ঘটনা ঘটেছে। নারীদের এসব সমস্যা নিয়ে জাতিসংঘে কথা বললেন মল্লিকা শেরাওয়াত। ৬৫তম জাতিসংঘের ডিপিআই/এনজিও সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। সেখানে ভারতের সুবিধাবঞ্চিত নারীদের সমস্যার কথাই মূলত তুলে ধরেন মল্লিকা। নারীর বিরুদ্ধে বৈষম্য দূর করতে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান ৩৯ বছর বয়সী এ অভিনেত্রী। 'এনসিআরবি'র (ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো) গণনা অনুযায়ী ভারতে প্রতি ২০ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে। এজন্য সামাজিক বৈষম্যকে দায়ী করে মল্লিকা জানান, নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরও সহযোগিতা প্রয়োজন।