বিয়ের আগে 'মা' হওয়া সম্ভব নয় সাফ জানালেন সোহা আলি খান। তাঁর মতে বিয়ে না করে দুই থেকে তিন হওয়ার কোনো যৌক্তিকতা নেই। 'কলিযুগ' স্টার কুনাল খেমুর সঙ্গে প্রায় দীর্ঘদিন লিভিং-এ রয়েছেন সোহা। তিনি বলেন 'মা' হওয়ার জন্য এখনও অনেক সময় রয়েছে।
সোহার মতে এই মুহুর্তে ইচ্ছা হলেই ব্যাগ গুছিয়ে ছুটি কাটানোর উদ্দেশ্যে বেড়িয়ে পড়া যায়। আর একটা বাচ্চা সামলানো মানে অনেক গুরুদায়িত্ব পালন করা। কিন্তু যখন তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেবেন তখন অবশ্যই এই বিষয়ে ভাবনাচিন্তা করবেন।