রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

ছিনতাই-চাঁদাবাজি মামলায় হাজিরা দিলেন মিলন

ছিনতাই-চাঁদাবাজি মামলায় হাজিরা দিলেন মিলন

স্বর্ণের চেইন, আংটি, নগদ টাকা, মোবাইল, সিকোফাইভ ঘড়ি ছিনতাই, চাঁদাদাবিসহ ১১ মামলায় হাজিরা দিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ.ন.ম. এহছানুল হক মিলন।

আজ রবিবার চাঁদপুর আদালতে ১১ মামলায় হাজিরা দেন কচুয়া উপজেলা বিএনপি'র সভাপতি মিলন। তিনি ওই মামলাগুলোয় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দীলিপ কুমার ভৌমিক, অতিরিক্ত দায়রা জজ মাহবুবুর রহমান ও ম্যাজিষ্ট্রেট শওকত হোসেনের কোর্টে হাজিরা দেন।

২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এহছানুল হক মিলন এবং তার স্ত্রী চাঁদপুর জেলা বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার বেবীর বিরুদ্ধে ৩৬টি মামলা দায়ের হয়। এসব মামলায় এহছানুল হক মিলন ২০১০ সালের ১৪ মার্চ গ্রেফতার হন। এরপর বিচার চলাকালীন ৪৪৯ দিন কারাবাস শেষে ২০১১ সালের ৫ জুন কুমিল্লা কারাগার থেকে মুক্তি পান।

সর্বশেষ খবর