শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

শিডিউল জমা দিতে বাধা চসিকের দরপত্র বাতিল

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) পুরনো মালামাল বিক্রির দরপত্র জমা দিতে বাধা দেওয়ার ঘটনায় দরপত্র বাতিল করেছে।

প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের সাগরিকা স্টোর থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের অকেজো ও পুরনো মালামাল বিক্রির দরপত্র আহ্বান করে প্রকৌশল বিভাগ। বুধবার পর্যন্ত ৩৯টি শিডিউল বিক্রি হলেও গতকাল দুপুর ১২ টা পর্যন্ত শেষ সময়ে মাত্র ৩টি দরপত্র জমা পড়ে। দরপত্র জমা দিতে গেলে ১৫-২০জন যুবক বাক্সে সামনে অবস্থান নিয়ে ঠিকাদারদের দরপত্র জমা দিতে বাধা দেয়। ঠিকাদাররা তাৎক্ষণিক এ ব্যাপারে মেয়রের কাছে অভিযোগ করলে তিনি বিষয়টি দেখার জন্য সচিবকে পাঠান।

সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদ বলেন, অভিযোগ পাওয়ার পর টেন্ডার বাক্সে সামনে গিয়ে যুবকদের সরিয়ে দিই। এরপরও ঠিকাদারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে টেন্ডার বাতিল করা হয়। কাজটির পুনরায় টেন্ডার আহ্বান করা হবে। কারা বাধা দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, অনেকেই দরপত্র কিনেছেন। সবাইকে তো আর আমরা চিনি না।

 

 

 

সর্বশেষ খবর