প্যারিস-প্রবাসী বাংলাদেশের প্রখ্যাত মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার তাৎক্ষণিক অভিব্যক্তি প্রকাশ করে লিখেছেন, এত ভয় আমি জীবনে পাইনি। একের পর এক নিহতের সংখ্যা বাড়ছে, আর মনে হচ্ছে ওর মধ্যে তো আমিও থাকতে পারতাম! বা আমার ছেলেমেয়ে! নিকটাত্নীয় কেউ! বন্ধু, আত্নীয়! যতবার এটা মনে হয়েছে, ততবারই চমকে চমকে উঠেছি। আমি থাকি মূল শহর থেকে একটু দূরে, ম্যাসি প্যালেজোতে। মূল ঘটনাস্থল থেকে মেট্রোয় মিনিট কুড়ি লাগে। অত দূর থেকেও বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছি। এমন উন্নত একটা দেশে এতটা নিরাপত্তার অভাব বোধ করতে হবে, কখনো ভাবিনি। এ তো যখন ইচ্ছা, যা খুশি হয়ে যেতে পারে!