বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা

ত্রাণসামগ্রী নিয়ে শ্রীলঙ্কার পথে ‘বিএনএস বঙ্গবন্ধু’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জরুরি ত্রাণসামগ্রী নিয়ে শ্রীলঙ্কার পথে রওনা দিয়েছে নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস বঙ্গবন্ধু’। ঘূর্ণিঝড়, ভূমিধস ও বন্যায় মানবিক বিপর্যয়ের শিকার শ্রীলঙ্কার মানুষের পাশে দাঁড়াতে সরকার নৌবাহিনীকে ত্রাণসামগ্রী নিয়ে জাহাজ পাঠানোর নির্দেশ দেয়। গতকাল ১০৫ মেট্রিক টন ত্রাণ নিয়ে বিএনএস বঙ্গবন্ধু চট্টগ্রাম ত্যাগ করে। ত্রাণসামগ্রীর মধ্যে আছে বিশুদ্ধ পানি, ওয়াটার পিউরিফায়ার, ওষুধ, বস্ত্র, তাঁবু এবং জেনারেটর। নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীব, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কবির তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর