Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ২৯ জুন, ২০১৬ ২৩:৫১

পা ভেঙে নিউইয়র্কে হাসপাতালে সালাম

নিজস্ব প্রতিবেদক

পা ভেঙে নিউইয়র্কে হাসপাতালে সালাম

বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম পা ভেঙে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এক আত্মীয়ের বাসার সিঁড়িতে পড়ে গেলে তার পা ভেঙে যায়। গত রবিবার বিকালে ওই বাসা থেকে বের হয়ে নিউইয়র্কে জাতীয়তাবাদী ফোরামের ইফতার মাহফিলে রওনা দেওয়ার সময় সিঁড়িতে পা ফসকে পড়ে যান আবদুস সালাম। এতে তার বাম পা ভেঙে যায়। দ্রুত তাকে ব্রুকলিন ম্যাথডিস হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার বাম পায়ের দুটি হাড় ভেঙে গেছে।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানান, শিগগিরই তাকে হাসপাতালের নিয়ন্ত্রণাধীন রিহ্যাব সেন্টারে পাঠানো হবে। খোকা আমেরিকায় গেছেন ক্যান্সারের চিকিৎসা নিতে। বিশ্বখ্যাত মেমরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন খোকা। এরই মধ্যে ধরা পড়ে তার বাম ঊরুতে টিউমার। ডাক্তাররা পরামর্শ দেন সেই টিউমার অপসারণের। গত ১৩ জুন সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করার পর থেকে হাসপাতালে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন।

সাদেক হোসেন খোকা এবং আবদুস সালামের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


আপনার মন্তব্য