বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

যশোরে ভ্রাম্যমাণ আদালতে সাজা তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

যশোরের চৌগাছা উপজেলায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তিকে দুই বছরের সাজা দেওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভ্রাম্যমাণ আদালতে সাজার ঘটনা নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়। এ ছাড়া আইন অনুসরণ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছিল কিনা, এ বিষয়ে নির্বাহী হাকিম ও ইউএনও নার্গিস পারভীনকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস জানান, সাজা দেওয়ার ওই ঘটনা তদন্ত করে যশোরের এসপিকে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালনকারী চৌগাছার ইউএনওকে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৭ নভেম্বর। জানা যায়, চৌগাছায় মাদক সেবনের দায়ে মাহবুবুর রহমান ওরফে টিটো (২৩) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার বিকালে চৌগাছার ইউএনও এ সাজা দেন। মাহবুবকে পরে যশোর কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ খবর