মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
সম্পদের তথ্য গোপন

বাউফল বিএনপি নেতা শহিদুলের ৯ বছর জেল

বাউফল প্রতিনিধি

পটুয়াখালীতে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। গতকাল দুপুরে পটুয়াখালী স্পেশাল জজ আদালতের বিচারক বাসুদেব রায় এ দণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার সময় শহিদুল আলম তালুকদার উপস্থিত ছিলেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। দুদকের আইনজীবী স্পেশাল পিপি অ্যাডভোকেট গাজী নেছার উদ্দিন জানান, সম্পদের তথ্য গোপন ও আয়কর বিবরণীতে তা উল্লেখ না করায় আদালত দুদক আইনের ২৬(২) ধারায় ২ বছর এবং ২৭(১) ধারায় ৭ বছরের কারাদণ্ড প্রদান করেছে। ২০১০ সালের ২৫ মার্চ পটুয়াখালী দুদকের সহকারী পরিচালক লুত্ফর রহমান বাদী হয়ে শহিদুল আলম তালুকদারের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছিলেন।

আসামির পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নুরুল আমিন রেজা। তিনি জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর