অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাব কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিকালে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সদস্য কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। সন্ধ্যায় দেশের গান পরিবেশন করেন শিল্পী ফকির আলমগীর, রফিকুল ইসলাম, আলম আরা মিনু, উমা খান, মনোরঞ্জন ঘোষাল প্রমুখ। এ ছাড়া ক্লাব সদস্যদের সন্তানরা একুশের গান পরিবেশন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, একুশ আমাদের চেতনার বাতিঘর। অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, অধিকার আদায়ের প্রেরণা। একুশের চেতনাকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সাইফুল আলম মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য মোল্লা জালালের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি হেলাল হাফিজ, কে জি মোস্তফা, মাশুক চৌধুরী, আবু সালেহ, মাহমুদ শফিক, জাহাঙ্গীর ফিরোজ, মাহমুদ হাসান, চপল বাসার, মোস্তাফিজ শফি, ফরিদা ইয়াসমিন, শাহনাজ মুন্নি, সৈয়দ লুত্ফল হক, শামীমা চৌধুরী, সাইফুল আলম, আবদুল মান্নান, মাহমুদ হাফিজ, রফিক ভূইয়া, রফিক হাসান, মকবুলা পারভীন, আহমদ আকতার, সুমী সৈয়দা, জলি ফেরদৌস, দেলোয়ারা ইয়াসমিন, রুহুল গনি জ্যোতি, সালাম যুবায়ের, কাজী রফিক, বন্দনা রায় চৌধুরী, জীবন ইসলাম, কমল চৌধুরী প্রমুখ।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর