অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাব কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিকালে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সদস্য কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। সন্ধ্যায় দেশের গান পরিবেশন করেন শিল্পী ফকির আলমগীর, রফিকুল ইসলাম, আলম আরা মিনু, উমা খান, মনোরঞ্জন ঘোষাল প্রমুখ। এ ছাড়া ক্লাব সদস্যদের সন্তানরা একুশের গান পরিবেশন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, একুশ আমাদের চেতনার বাতিঘর। অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, অধিকার আদায়ের প্রেরণা। একুশের চেতনাকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সাইফুল আলম মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য মোল্লা জালালের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি হেলাল হাফিজ, কে জি মোস্তফা, মাশুক চৌধুরী, আবু সালেহ, মাহমুদ শফিক, জাহাঙ্গীর ফিরোজ, মাহমুদ হাসান, চপল বাসার, মোস্তাফিজ শফি, ফরিদা ইয়াসমিন, শাহনাজ মুন্নি, সৈয়দ লুত্ফল হক, শামীমা চৌধুরী, সাইফুল আলম, আবদুল মান্নান, মাহমুদ হাফিজ, রফিক ভূইয়া, রফিক হাসান, মকবুলা পারভীন, আহমদ আকতার, সুমী সৈয়দা, জলি ফেরদৌস, দেলোয়ারা ইয়াসমিন, রুহুল গনি জ্যোতি, সালাম যুবায়ের, কাজী রফিক, বন্দনা রায় চৌধুরী, জীবন ইসলাম, কমল চৌধুরী প্রমুখ।
শিরোনাম
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
- বিপর্যয় পেরিয়ে ইতিহাস: আবারও শীর্ষে অ্যাপল
- হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
- জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০
- গাজায় নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর
- চসিকের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
- সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
- ড্যাবের সভাপতি হারুন, মহাসচিব শাকিল
জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর