অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাব কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিকালে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সদস্য কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। সন্ধ্যায় দেশের গান পরিবেশন করেন শিল্পী ফকির আলমগীর, রফিকুল ইসলাম, আলম আরা মিনু, উমা খান, মনোরঞ্জন ঘোষাল প্রমুখ। এ ছাড়া ক্লাব সদস্যদের সন্তানরা একুশের গান পরিবেশন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, একুশ আমাদের চেতনার বাতিঘর। অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, অধিকার আদায়ের প্রেরণা। একুশের চেতনাকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সাইফুল আলম মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য মোল্লা জালালের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি হেলাল হাফিজ, কে জি মোস্তফা, মাশুক চৌধুরী, আবু সালেহ, মাহমুদ শফিক, জাহাঙ্গীর ফিরোজ, মাহমুদ হাসান, চপল বাসার, মোস্তাফিজ শফি, ফরিদা ইয়াসমিন, শাহনাজ মুন্নি, সৈয়দ লুত্ফল হক, শামীমা চৌধুরী, সাইফুল আলম, আবদুল মান্নান, মাহমুদ হাফিজ, রফিক ভূইয়া, রফিক হাসান, মকবুলা পারভীন, আহমদ আকতার, সুমী সৈয়দা, জলি ফেরদৌস, দেলোয়ারা ইয়াসমিন, রুহুল গনি জ্যোতি, সালাম যুবায়ের, কাজী রফিক, বন্দনা রায় চৌধুরী, জীবন ইসলাম, কমল চৌধুরী প্রমুখ।
শিরোনাম
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর