অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাব কবিতা পাঠ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিকালে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সদস্য কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। সন্ধ্যায় দেশের গান পরিবেশন করেন শিল্পী ফকির আলমগীর, রফিকুল ইসলাম, আলম আরা মিনু, উমা খান, মনোরঞ্জন ঘোষাল প্রমুখ। এ ছাড়া ক্লাব সদস্যদের সন্তানরা একুশের গান পরিবেশন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ। স্বাগত বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, একুশ আমাদের চেতনার বাতিঘর। অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, অধিকার আদায়ের প্রেরণা। একুশের চেতনাকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সাইফুল আলম মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য মোল্লা জালালের সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি হেলাল হাফিজ, কে জি মোস্তফা, মাশুক চৌধুরী, আবু সালেহ, মাহমুদ শফিক, জাহাঙ্গীর ফিরোজ, মাহমুদ হাসান, চপল বাসার, মোস্তাফিজ শফি, ফরিদা ইয়াসমিন, শাহনাজ মুন্নি, সৈয়দ লুত্ফল হক, শামীমা চৌধুরী, সাইফুল আলম, আবদুল মান্নান, মাহমুদ হাফিজ, রফিক ভূইয়া, রফিক হাসান, মকবুলা পারভীন, আহমদ আকতার, সুমী সৈয়দা, জলি ফেরদৌস, দেলোয়ারা ইয়াসমিন, রুহুল গনি জ্যোতি, সালাম যুবায়ের, কাজী রফিক, বন্দনা রায় চৌধুরী, জীবন ইসলাম, কমল চৌধুরী প্রমুখ।
শিরোনাম
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
জাতীয় প্রেস ক্লাবে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর