বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যৌতুক মামলায় কারাগারে বিটিভির নির্বাহী প্রযোজক

নিজস্ব প্রতিবেদক

স্ত্রীর করা যৌতুকের মামলায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নির্বাহী প্রযোজক জাহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মাজহারুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আজ বুধবার তার জামিনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে সকালে শাহজাদপুরে নিজ বাসা থেকে জাহিদুলকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, স্ত্রীর যৌতুকের একটি মামলায় জাহিদুল ইসলামের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালত সূত্র জানায়, জাহিদুল ইসলামের স্ত্রী শামসুন্নাহার বাদী হয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা করেছিলেন।

সর্বশেষ খবর