Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:০৮

বরিশাল প্রেস ক্লাবের সাবেক সম্পাদকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল প্রেস ক্লাবের সাবেক সম্পাদকের ইন্তেকাল

বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঞ্চলিক দৈনিক বরিশালের কথার প্রকাশক ও সম্পাদক মীর মনিরুজ্জামান গতকাল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, বৃহস্পতিবার রাতে নগরীর শীতলাখোলার বাসায় অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়।

 সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গতকাল দুপুরে ঢাকায় পাঠানো হয়। পথে তিনি গুরুতর অসুস্থ হলে তাকে ফরিদপুরের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টায় তিনি মারা যান।


আপনার মন্তব্য