বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
জয়িতা সম্মাননা প্রদান

মিরপুরে ২০০ শয্যার নার্সেস হোস্টেল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১ এ দারুস সালাম রোডে ২০০ শয্যাবিশিষ্ট নার্সেস হোস্টেলের উদ্বোধন করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গতকাল এর উদ্বোধন করেন। হোস্টেলটি পিপিপি-এর মাধ্যমে নির্মিত হয়েছে। এটি নির্মাণে ২১ কোটি টাকা ব্যয় হয়েছে। শর্তানুসারে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ব্যয় করেছে ১২ কোটি ৫৮ টাকা। আর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের জন্য অর্থায়ন করেছে ৮ কোটি ৪৩ লাখ টাকা। এই নার্সেস হোস্টেলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কর্মরত নার্সদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এখানে প্রায় ২০০ নার্স থাকতে পারবেন। এ ছাড়া গতকাল ঢাকা বিভাগের ১৩টি জেলার ৬৫জন নারীর মধ্য থেকে ৫টি ক্যাটাগরিতে মোট ৫জন শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করা হয়। অর্থনীতিতে সাফল্য, সফল জননী, নির্যাতন রোধ ও সমাজ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য জয়িতা নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহিলা অধিদফতর এবং ঢাকা বিভাগীয় কমিশনের যৌথ আয়োজনে ‘ঢাকা বিভাগের বিভাগীয় শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি তার বক্তৃতায় বলেন, বর্তমানে তৃণমূল থেকে রাজনীতির সব পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। সংগ্রাম ও নির্যাতনের বিভীষিকা পেছনে ফেলে যে সব নারী সফল হয়েছেন তাদের জয়িতা খেতাবে ভূষিত করা হয়েছে।

সর্বশেষ খবর