বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আন্তর্জাতিক নিরাপদ ইন্টারনেট দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

গ্রামীণফোন ও ইউনিসেফের উদ্যোগে রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) মিলনায়তনে আন্তর্জাতিক ‘নিরাপদ ইন্টারনেট দিবস’ পালিত হয়েছে। গতকাল এই আয়োজনে ২৫০ জন শিক্ষার্থীকে অংশগ্রহণমূলক গেমের মাধ্যমে অনলাইন নিরাপত্তা বিষয়ে অবহিত করা হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, বর্তমানে শিশুরা খুবই অল্পবয়স থেকে ইন্টারনেট ব্যবহার করছে। এ জন্য অভিভাবক, শিক্ষকসহ সবার প্রধান ভাবনার বিষয় হওয়া উচিত নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করা। ইউনিসেফের চিফ অব চাইল্ড প্রটেকশন জিন জেবি বলেন, ‘ক্রমবর্ধমান হারে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ায় সাইবার বুলিংসহ অনলাইনে সহিংসতাও বাড়ছে। হেল্পলাইন তৈরির মাধ্যমে আমরা এর বিরুদ্ধে দাঁড়াতে পারি।

আইএসডি সেকেন্ডারি স্কুল প্রিন্সিপাল ইলদিকো মুরে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরিতে এ উদ্যোগ কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর