বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশ মিশনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘের সদস্য দেশসমূহের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতদের সম্মানে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে গত মঙ্গলবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম ও সচিব শহীদুল হক এতে উপস্থিত ছিলেন। খবর : এনআরবি নিউজ’র।

অনুষ্ঠানটি ভারত, শ্রীলঙ্কা, জাপান, রাশিয়া, চীন, সৌদি আরব, কাতারসহ শতাধিক দেশের স্থায়ী প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কূটনীতিকদের মিলনমেলায় পরিণত হয়। বিশাল এ সমাগমে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)- এর ডেপুটি ডাইরেক্টর জেনারেল পদে আসন্ন নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্র সচিব শহীদুল হকের প্রার্থিতার বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে ভূমিকা রেখে যাচ্ছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার শুভেচ্ছা বক্তব্যে সবাইকে ঈদ মুবারক জানিয়ে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিশ্রুতিশীল ভূমিকার ধারাবাহিকতায় আইওএম-এর ডেপুটি ডাইরেক্টর জেনারেল পদে বাংলাদেশ তার প্রার্থী হিসেবে পররাষ্ট্র সচিব শহীদুল হককে মনোনয়ন দিয়েছে। বাংলাদেশের প্রার্থীকে সমর্থন করার জন্য সদস্য দেশসমূহের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আগামী ১৪ জুন ইকোসকের এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর