সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

শেষ ধাপের উপজেলা নির্বাচন কাল

নিজস্ব প্রতিবেদক

শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা রবিবার মধ্যরাত থেকে শেষ হয়েছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কাল ১৮ জুন দেশের ২০ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ইসি কর্মকর্তারা জানান, রবিবার মধ্যরাত থেকে সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যদিও শেষ ধাপের ভোট নিয়ে নানা অভিযোগ রয়েছে। একজন এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মামলাও করেছে কমিশন। এ বিষয়ে ইসি সচিব মো. আলমগীর বলেন, উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিতর্কিত ওসিদের প্রত্যাহার করা হয়েছে। একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। একজন এমপির বিরুদ্ধে মামলার নির্দেশনাও দিয়েছে কমিশন। মঙ্গলবার ২০টি উপজেলায় নির্বাচন। এরমধ্যে ৪টিতে ইভিএম ব্যবহার করা হবে। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। আজ ভোট কেন্দ্র ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল পাঠানো হবে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, শেষ ধাপে ৪টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

এর আগে চতুর্থ ধাপে ৩১ মার্চ ছয়টি উপজেলায় এবং ২৪ মার্চ তৃতীয় ধাপে চারটি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে চার ধাপে ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ দেশের প্রায় সাড়ে ৪০০ উপজেলায় ভোট হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর