বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

তফসিলের পর প্রার্থী চূড়ান্ত করা হবে

----- জি এম কাদের

রংপুর প্রতিনিধি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, রংপুর-৩ এরশাদের আসনে নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গঠনতন্ত্র অনুযায়ী প্রাথী চূড়ান্ত করা হবে। তিনি রবিবার সন্ধ্যায় সদ্যপ্রয়াত জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন। জি এম কাদের বলেন, প্রতি বছরই কোরবানির ঈদে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ রংপুরে আসতেন। পশু কোরবানি শেষে গরিব-দুস্থদের মাঝে মাংস বিতরণ করতেন। তিনি মৃত্যুবরণ করায় আমি ঈদ উদযাপন করতে রংপুরে এসেছি।

এদিকে ঈদ উদযাপন করতে এরশাদের ছেলে এরিক এরশাদ শনিবার ঢাকা থেকে রংপুরে এসে নগরীর দর্শনায় পল্লী নিবাস বাসভবনে অবস্থান করেন। ঈদের দিন সকালে নামাজ শেষে বাবা এরশাদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। এরপর পশু কোরবানি করে দুস্থদের মাঝে বিতরণ করেন।

 এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাপা সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, পার্টির যুগ্ম-মহাসচিব এস এম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাকসহ স্থানীয় নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর