শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

অর্থনীতির প্রধান ভূমিকায় এখন প্রাইভেট সেক্টর

---------------- পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে প্রাইভেট সেক্টর এখন অর্থনীতির প্রধান ভূমিকায়। সরকার প্রাইভেট সেক্টরকে গুরুত্ব দিচ্ছে। ব্যাংক, বিদ্যুৎ, শিল্প, কৃষি, পর্যটন সব ক্ষেত্রে প্রাইভেট সেক্টর অগ্রণী ভূমিকায়। যার ফলে আয় বাড়ছে, কর্মসংস্থান হচ্ছে। গতকাল সন্ধ্যায় নগরীর একটি হোটেলে আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসবের সিলেট পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পদক্ষেপ বাংলাদেশ নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি নিয়ে যারা সন্দেহ করে, এসব সন্দেহবাদীরা ভেসে যাবে। এখন কেউ না খেয়ে থাকে না। মানুষের গড় আয়ু বেড়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, আটাব সিলেট জোনের সভাপতি আবদুল জব্বার জলিল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পর্যটন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন মন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর