বুধবার, ১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

নিষিদ্ধ আনসার আল ইসলামের দুজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গাবতলী ও টাঙ্গাইলের ঘাটাইল থেকে গতকাল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- তাভী খাঁন (২১) ও সোহাগ হাওলাদার ওরফে সোহাগ (২৫)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদ সম্পর্কিত বই, উগ্রবাদী ডিজিটাল কনটেন্ট ও মোবাইল জব্দ করা হয়েছে।  র‌্যাব-৪ সূত্র জানায়, তাভী খাঁন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে- তার বাড়ি টাঙ্গাইলে। সে ডিপ্লোমা (সিভিল ইঞ্জিনিয়ার) কোর্স সম্পন্ন করেছে। একপর্যায়ে আগেই গ্রেফতার হওয়া আনসার আল ইসলামের শীর্ষস্থানীয় নেতা  ইলিয়াছ হাওলাদার ওরফে খাত্তাবের সঙ্গে পরিচিত হয়। তার মাধ্যমে আনসার আল ইসলামের কার্যকলাপে জড়িয়ে পড়ে। সে প্রায় ৩ বছর ধরে এই সংগঠনের সঙ্গে জড়িত। আরেক গ্রেফতার সোহাগ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে- সে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি ওয়ার্কশপে কাজ করে।

সেও ইলিয়াছ হাওলাদারের মাধ্যমে যুক্ত হয়। প্রায় ২ বছর ধরে এই সংগঠনের সঙ্গে জড়িত। বিভিন্ন অ্যাপস্ ব্যবহার করে অনলাইনে বিভিন্ন রকম উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিল। জঙ্গি তৎপরতা, প্রশিক্ষণ ও করণীয় সম্পর্কে তারা নিজেদের মধ্যে অনলাইনে যোগাযোগ করে আসছিল। 

সর্বশেষ খবর