শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

মেয়রপুত্র হত্যায় তিনজনের ফাঁসি

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আতাউর রহমান সরকারের একমাত্র ছেলে নবম  শ্রেণির ছাত্র আশিকুর রহমান সাম্য হত্যা মামলায় তিনজনকে ফাঁসির দন্ড  দিয়েছে আদালত। পাশাপাশি আটজনকে পাঁচ বছর করে কারাদ  ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। গতকাল গাইবান্ধা জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শাহারিয়ার সরকার হৃদয়, রাকিবুল হাসান সজীব ও মাহামুদুল হাসান জাকির প্রধান। আর কারাদ প্রাপ্ত আসামিরা হলেন, মাসুদ প্রধান সুজন, আল-আমিন ইসলাম, রাবেয়া বেগম, শিমুল মিয়া, আল আমিন, রুনা বেগম, জাহাঙ্গীর আলম ও সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন। এরা সবাই গোবিন্দগঞ্জ পৌরসভার বাসিন্দা।

 নিহত সাম্যর বাবা আতাউর রহমান বলেন, সব আসামিই হত্যায় জড়িত ছিলেন। কিন্তু রায়ে তার প্রতিফলন না হওয়ায় ন্যায়বিচার পাইনি। উচ্চ আদালতে আপিল করব। মামলা সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র আতাউর রহমান সরকারের ছেলে সাম্যকে ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর দুপুরে অপহরণ করা হয়। পরদিন উপজেলার বর্ধনকুঠি বটতলার কমিউনিটি সেন্টারের সেপটিক ট্যাংক থেকে সাম্যর হাত-পা বাঁধা বস্তাভর্তি লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ৯ নম্বর ওয়ার্ড পৌর কাউন্সিলর জয়নাল আবেদীনকে প্রধান আসামি করে সাম্যের সহপাঠীসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ১১ মার্চ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

সর্বশেষ খবর