বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

এবার মুক্ত বাণিজ্যের প্রস্তাব দিল জাপান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এবার মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রস্তাব দিয়েছে জাপান। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, জাপান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী। জাপানের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য করছে। বাংলাদেশ চাইলে জাপানের সঙ্গে এফটিএ করতে পারে। টিপু মুনশি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে যাবেন। ওই সফরে বাংলাদেশের প্রতিযোগিতা কমিশন এবং জাপানের জাপান ফেয়ার ট্রেড কমিশনের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

এছাড়া, উভয় দেশের বাণিজ্য বৃদ্ধির জন্য জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) এবং বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মধ্যে সম্পর্ক শক্তিশালী করা হচ্ছে। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-জাপান ওয়ার্কিং গ্রুপ গঠনের কথাও জানান তিনি।

সর্বশেষ খবর