রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

এ কে এম রহমতুল্লাহ এমপির খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

করোনা প্রাদুর্ভাব শুরুর পর ঢাকা-১১-এর সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ তার নির্বাচনী এলাকার ৯টি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলর ও দলের নেতা-কর্মীদের দিয়ে দুস্থ, অসহায় ও গরিবদের তালিকা করে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন। এর ধারাবাহিকতায় গতকাল রামপুরা থানার ২২ নম্বর ওয়ার্ডে ১২০০ পরিবারের মাঝে পাঁচ কেজি চাল ও দুই কেজি আলু বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও রামপুরা থানা আওয়ামী লীগ সভাপতি লিয়াকত আলী, মহানগর উত্তর আওয়ামী লীগ নেতা মুকুল, রামপুরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদল এবং সহযোগী সংগঠনের নেতারা।  এ ছাড়া প্রতিদিনের মতো রমজানের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকালও ২০০০ প্যাকেট রান্নাকরা ইফতারি (মোরগ-পোলাও) গুলশান-১ ও ২ ডিসিসি মার্কেট এলাকায়, গুলশান কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ, বারিধারা, নতুন বাজার, বাড্ডা এলাকার দুস্থ, গরিব, অসহায়, কর্মহীন হয়ে পড়া নারী-পুরুষের মাঝে বিতরণ করেন।

অন্য দিকে গতকাল এ কে এম রহমতুল্লাহ তার নিজ বাড়ি বেরাইদে ৯টি ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে ইফতার-পরবর্তী মিটিং করেন। তিনি নিজ নিজ এলাকার গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াতে কাউন্সিলরদের নির্দেশ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর