বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

সংকট উত্তরণে সরকারি সহযোগিতা চেয়েছে বিজ্ঞাপনী সংস্থাগুলো

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট থেকে উত্তরণে যে যে প্রতিষ্ঠানের ২০১৮ সালের পর যে পরিমাণ অগ্রিম টাকা সরকারের কাছে জমা রয়েছে তা ফেরত দেওয়ার দাবি জানিয়েছে বিজ্ঞাপনী সংস্থাগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন অ্যাডভাটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। নইলে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বিলের টাকা থেকে অগ্রিম আয়কর উৎসে কর্তন না করার অনুরোধ জানিয়েছে। সংস্থার সভাপতি রামেন্দু মজুমদার ও সাধারণ সম্পাদক মুনীর আহমেদ খান যৌথ বিবৃতিতে সরকারের কাছে এসব দাবি জানান। বিবৃতিতে তারা মন্ত্রণালয় ও সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানের কাছে সদস্য বিজ্ঞাপনী সংস্থাগুলোর পাওনা বিল আদায়ের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে। পাশাপাশি তারা শতকরা ২ ভাগ সুদে ঋণ প্রদানের দাবি জানিয়েছে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর