শিরোনাম
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ফল প্রকাশ কওমির দুই পরীক্ষার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) অধীনে হিফযুল কুরআন ও ইলমুত তাজবীদ মারহালার ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাসের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে স্টার মার্ক পেয়েছেন ৫ হাজার ৮৬২ জন। গতকাল বেফাকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ১২ টায় বেফাকের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। পরীক্ষায় হিফযুল কুরআন মারহালায় মোট ২২ হাজার ৮৭৬ জন ও ইলমুত তাজবীদ মারহালায় ৯২৬ জন শিক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৩ হাজার ১২০ জন। ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের ওয়েবসাইটে (www.wifaqresult.com) পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর