বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলা চলতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

দেড় যুগ আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলা বাতিল চেয়ে রাকিবুর রহমান নামে এক আসামির করা আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। ফলে বিচারিক আদালতে এ মামলা চলতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির। ধর্ষণের শিকার সাতক্ষীরায় এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে যাওয়ার সময় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা করা হয়। পরে এ ঘটনার ১২ বছর পর হাই কোর্টের অনুমতি নিয়ে ২০১৪ সালে মামলা হয়। ওই মামলায় ২০১৭ সালে বিচার শুরু হয়। বিচার শুরু হলে এ মামলার আসামি রাকিবুর রহমান সে সময়ে অপ্রাপ্ত বয়স্ক ছিল সুতরাং তার বিচার এ আদালতে চলতে পারে না উল্লেখ করে আবেদন করা হয়। পরবর্তীতে বিষয়টি আপিল বিভাগ পর্যন্ত গড়ায়। গতকাল আপিল বিভাগ তার আবেদন খারিজ করে দেয়।

আপিল আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির। রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির বলেন, মামলাটি দীর্ঘায়িত করার জন্য বারবার আবেদন করা হচ্ছে। তারই অংশ হিসেবে এই আপিল হয়েছে। আপিল বিভাগ আবেদনটি খারিজ করে দিয়েছে। ফলে বিচারিক আদালতে এ মামলা চলতে আর কোনো বাধা নেই।

সর্বশেষ খবর