বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে সূচকের উত্থান ১২০০ কোটি টাকার বেশি লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের চতুর্থ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব কটি সূচকের উত্থান হয়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। লেনদেন ছাড়িয়েছে ১২০০ কোটি টাকার বেশি। অপর  শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কটি মূল্য সূচকের উত্থান হয়েছে। জানা গেছে, লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৩৩ পয়েন্টে উঠে এসেছে।  মূল্য সূচকের এ উত্থানে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৯৪ প্রতিষ্ঠানের  শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৯টি এবং ৯১টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২৪৪ কোটি ৮৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৭৫ কোটি ৫১ লাখ টাকা। সেই হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৬৯ কোটি ৩৬ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ১৩৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৮৩ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৭ কোটি ৫৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আইএফআইসি ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন কেবলস, ফরচুন সুজ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল।

সর্বশেষ খবর