শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ডিএমপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে আজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৬তম প্রতিষ্ঠা দিবস পালিত হবে আজ। মাত্র ১২টি থানা নিয়ে ১৯৭৬ সালের ২ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয় ডিএমপির। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। কর্মসূচি অনুযায়ী, আজ সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেবেন।

সর্বশেষ খবর