শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সম্পর্কে নতুন অধ্যায় চায় জাপান ও বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ-জাপান সম্পর্কের সুবর্ণজয়ন্ত্রীতে আগামী বছর দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন এক অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ ও জাপান। পারস্পরিক সমন্বিত সহযোগিতার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে যেতে চায় দেশ দুটি। গতকাল দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও জাপানের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার (পররাষ্ট্র সচিব) হিরোশি সুজুকি নেতৃত্ব দেন। বৈঠকের পর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, সমন্বিত সম্পর্ককে কীভাবে কৌশলগত সম্পর্কে উন্নীত করা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করছি এবং আলোচনা করেছি। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে কৌশলগত সম্পর্ক গড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

সর্বশেষ খবর