রবিবার, ১৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

উন্নত বিশ্বের মতো হতে যাচ্ছে দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা

---------- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করবে। উন্নত বিশ্বের বিতরণ ব্যবস্থার মতোই হতে যাচ্ছে দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা। যার মূল লক্ষ্যই হবে গ্রাহকসেবা বৃদ্ধি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী গতকাল অনলাইনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স, বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘রাজধানীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ভূ-গর্ভস্থ বিতরণ লাইন’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্ক্যাডা, ইআরপি, স্মার্ট গ্রিড, স্মার্ট মিটার, জিআইএস ম্যাপিং, আন্ডারগ্রাউন্ড ক্যাবল, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন, প্রি-পেইড মিটারিং ব্যবস্থা, মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ, অনলাইনের মাধ্যমে নতুন সংযোগ, ‘নেট মিটারিং গাইডলাইন’ ইত্যাদির মাধ্যমে বিদ্যুৎ খাতকে ডিজিটালাইজড করার প্রক্রিয়া চলমান রয়েছে। স্মার্ট প্রি-পেইড মিটার গ্রাহকদের বিলিং সংক্রান্ত অভিযোগ থেকে রক্ষা করে সাশ্রয়ী হতে সহায়তা  করবে। ৬ হাজার কোটি টাকা বিদ্যুৎ বিল এবং ৯ হাজার কোটি টাকা গ্যাসের বিল বকেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, গ্রাহকদেরও দায়িত্বশীল হয়ে সরকারকে সহযোগিতা করতে হবে।

সর্বশেষ খবর