রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

আসছে বাজেটে বিদ্যুৎ খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আসছে ২০২১-২২ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সঞ্চালন ব্যবস্থা টেকসই করতে দ্রুততার সঙ্গে আধুনিক প্রযুক্তির সন্নিবেশ ঘটানো আবশ্যক। সঞ্চালনে এন-১ আ এন-২ নিয়ে বাস্তবতার নিরিখে পরিকল্পনা করা প্রয়োজন। গতকাল প্রতিমন্ত্রী ফোরাম ফর এনার্জি রিপোর্টাস (এফইআরবি) আয়োজিত ‘আসন্ন জাতীয় বাজেট ২০২১-২২ : বিদ্যুৎ উৎপাদনকারীদের প্রত্যাশা’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন নীতিমালা গ্রহণ করেছিলেন। তাঁর জন্যই আজ বেসরকারি উদ্যোগে ৯১টি বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৯ হাজার ৪৭৩ মেগাওয়াট হয়েছে, যা মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৪৩ শতাংশ।

সর্বশেষ খবর