রবিবার, ৩০ মে, ২০২১ ০০:০০ টা

আজ সংসদ সচিবালয় কমিশনের বৈঠক

সংসদের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের নীতি-নির্ধারণী ফোরাম ‘সংসদ সচিবালয় কমিশন’ এর ৩২তম  বৈঠক বসছে আজ বেলা ১১টায়। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সংসদ ভবনে এ  বৈঠকে আগামী অর্থবছরে সংসদ সচিবালয়ের জন্য প্রায় ৩৫০ কোটি টাকার বাজেট প্রস্তাব অনুমোদনের কথা রয়েছে। গত বছর জাতীয় সংসদের জন্য ৩৩৪ কোটি টাকার বাজেট অনুমোদন হয়েছিল। ‘সংসদ সচিবালয় কমিশন’ বৈঠক থেকেই সংসদ সচিবালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ, নতুন পদ সৃষ্টি, কর্মকর্তা-কর্মচারী পদোন্নতি ও বেতন-ভাতাসহ বিভিন্ন নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিশনের চেয়ারম্যান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইন মন্ত্রী আনিসুল হক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ কমিশনের সদস্য। জানা গেছে, এবারের বৈঠকে বাজেট ছাড়াও কমিশনের গত বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, সংসদ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা-১৯৯৪ সংশোধন ও অর্গানোগ্রাম হালনাগাদকরণ, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনাসহ সংসদে  দৈনিকভিত্তিতে নিয়োজিত বার্ষিক কর্মচারীদের মজুরি ও কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত খাটুনি ভাতা বাড়ানোর প্রস্তাব পর্যালোচনা করা হবে।

সর্বশেষ খবর