শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার একটি বাসায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- আবদুল মতিন, তার স্ত্রী ইয়াসমিন আক্তার, মেয়ে মায়েশা, আয়েশা ও ইয়াসমিনের ভাগ্নে আবুল খায়ের রায়হান। পরে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। জানা গেছে, গতকাল ভোর পৌনে ৪ টায় রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেট্টা বাজার এলাকার একটি বাসায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দোতলা ওই বাসার নিচতলায় আগুন ধরে যায়। এতে একই পরিবারের ওই পাঁচজন দগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দগ্ধ ৫ জনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন, আগুনে মতিনের শরীরের ৯২ শতাংশ, ইয়াসমিনের ৯৫ শতাংশ, আয়েশার ৪৬ শতাংশ, মায়েশার ৪২ শতাংশ ও রায়হানের ১৮ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ পাঁচজনের মধ্যে চারজন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে রায়হানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর