বুধবার, ২৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

ডেঙ্গু চিকিৎসা দ্রুত ও সহজলভ্য করতে হবে

--- নেজামে ইসলাম পার্টি

নিজস্ব প্রতিবেদক

সরকারি হাসপাতালে সাধারণ ডেঙ্গু রোগীরা চিকিৎসার সুযোগ পাচ্ছে না। বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল। ফলে সাধারণ জনগণের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসা দ্রুত ও সহজলভ্য করতে হবে। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা এ কে এম আশরাফুল হক গতকাল এক বিবৃতিতে আরও বলেন, ঢাকা শহরের ডেঙ্গু উপদ্রব চরম পর্যায়ে পৌঁছেছে। রাজধানীর ঘরে ঘরে আজ ডেঙ্গু রোগী। বৈশ্বিক করোনা মহামারীর সঙ্গে পাল্লা দিয়ে নগরবাসীকে ডেঙ্গুর মুখোমুখি হতে হচ্ছে। তিনি আরও বলেন, শত শত কোটি টাকার মশক নিধন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় ডেঙ্গু মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশন ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার প্রেক্ষাপটে দায়িত্বশীলদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর