বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল চূড়ান্ত করল সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক

কৃষিবিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষাদান, গবেষণা ও প্রশিক্ষণের বিধান রেখে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল, ২০২১’ প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে নতুনভাবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধানমালা প্রণয়ন সাব-কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে সংসদীয় কমিটি ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ না করে ‘শিক্ষিত’ শর্ত জুড়ে প্রবিধানমালা সংশোধনক্রমে পরবর্তী কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে এ সুপারিশ করা হয়। গত ২৮ জুন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিলটি সংসদে উত্থাপিত করা হয়েছিল। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আফছারুল আমীন।

 শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া, এম এ মতিন বৈঠকে অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর