শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পুলিশের এসবি-সার্ভিস ইঞ্জিন লি. সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) তাদের জন্য সফটওয়্যার তৈরি করতে সার্ভিস ইঞ্জিন লিমিটেড নামক কোম্পানির সঙ্গে সমঝোতা চুক্তি করেছে। গত বুধবার সকালে রাজধানীর মালিবাগে এসবির প্রধান কার্যালয়ে সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় সার্ভিস ইঞ্জিন লিমিটেড এসবির কিছু প্রসেস অটোমেশনের জন্য একটি ইন্টারেক্টিভ সফটওয়্যার তৈরি করবে। চুক্তিস্বাক্ষর শেষে দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের মধ্যে ফুল ও স্মারক বিনিময় করেন। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসবির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, দেশ ডিজিটালাইজড করতে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে এসবিও তার বাইরে নয়। এসবিতে নতুন নতুন টেকনোলজি প্রয়োগের মাধ্যমে সব প্রসেসকেই অটোমেটেড করার প্রক্রিয়া চলমান আছে। এরই ধারাবাহিকতায় বুধবার সমঝোতা চুক্তি হয়েছে। সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান ও আবদুল মোনেম গ্রুপের ডিএমডি এ এস এম মহিউদ্দীন মোনেম বলেন, ২০০৬ সালে শুরু করে বর্তমানে প্রায় ১১০০ আইটি প্রফেশনাল নিয়ে আমরা কাজ করছি। আমরা সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে এসবির মতো প্রতিষ্ঠানকে সার্ভিস দিতে পেরে গর্বিত।

সর্বশেষ খবর