শনিবার, ২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

তেজগাঁওয়ে বিস্ফোরণ, দুই শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বাসার তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিক্ষার্থীদের একজন ইয়াসিন তালুকদার (৩১)। তার বাড়ি চাঁদপুর। আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার আনুমানিক বয়স ২৭ বছর। গতকাল রাত ৯টার দিকে তেজগাঁওয়ের ২৭/এ পূর্ব তেজতুরী বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ। তিনি বলেন, রাত ৯টার দিকে পূর্ব তেজতুরী বাজারের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘরে দুজন শিক্ষার্থী ভাড়া থাকেন। এই বিস্ফোরণে তারা আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পুলিশ ঢামেক হাসপাতালে পাঠিয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা তেমন কিছু পাইনি। কী কারণে বিস্ফোরণ ঘটেছে তাও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 ঘটনাস্থল এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও থানার উপ-পরিদর্শক আবদুল মান্নান বলেন, আহত দুজন শিক্ষার্থী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাদের একজনের নাম-পরিচয় জানা গেলেও অন্যজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, তারা ভবনের তৃতীয় তলায় একটি ঘর ভাড়া করে থাকতেন। তাদের কক্ষেই বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর